গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি
www.knsikhagrachari.portal.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি(সিটিজেন চার্টার)- ২০২৪ - ২৫
রুপকল্প: সংস্কৃতি মনস্ক জাতি গঠনে পার্বত্য এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহকে সম্পৃক্ত করা।
অভিলক্ষ্য: ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, লোকশিল্প, মাতৃভাষা বর্ণমালা, সাহিত্য রীতিনীতি, প্রথা ইত্যাদির লালন, সংরক্ষন এবং গবেষণার মাধ্যমে যুগোপযোগী উন্নয়ন ও উৎকর্ষ সাধন করা।
২.১ নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর এবং ইমেইল) |
১ |
নিয়মিত প্রশিক্ষণে ভর্তি: (ক) সাধারণ সংগীত (খ) উপজাতীয় সংগীত (গ) তবলা তালযন্ত্র (ঘ) নৃত্য (ঙ) নাট্য (চ) চারুকলা |
অনলাইনে অথবা সরাসরি ভর্তি হতে পারবে। |
প্রয়োজনীয় কাগজপত্র: ১. পাসপোর্ট সাইজের ছবি ১ কপি ২. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি ১ কপি ফরম প্রাপ্তি স্থান: অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.knsikhagrachari.gov.bd) অথবা সরাসরি অফিসের ০৩ নং রুমে ফরম পাওয়া যাবে। |
সেবার মূল্য: ২৫০ টাকা
পরিশোধ পদ্ধতি: অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি অফিসে জমা দিতে পারবে। |
০১ দিন |
কৌশল চাকমা নাট্য প্রশিক্ষক মোবাইল নং- ০১৫৭২০২২১৩৩ |
২ |
বিশেষ প্রশিক্ষণ কোর্সে ভর্তি: (ক) উচ্চতর সংগীত প্রশিক্ষণ (খ) মাতৃভাষা(চাকমা, মারমা ও ককবরক) প্রশিক্ষণ (গ) উচ্চতর তবলা তালযন্ত্র প্রশিক্ষণ (ঘ) উচ্চতর নৃত্য প্রশিক্ষণ (ঙ) নাট্য কলার বিভিন্ন বিষয় |
অনলাইনে অথবা সরাসরি ভর্তি হতে পারবে। |
প্রয়োজনীয় কাগজপত্র: ১. পাসপোর্ট সাইজের ছবি ১ কপি ২. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি ১ কপি
ফরম প্রাপ্তি স্থান: অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.knsikhagrachari.gov.bd) অথবা সরাসরি অফিসের ০৩ নং রুমে ফরম পাওয়া যাবে। |
সেবার মূল্য: বিনামূল্যে (কোর্স শেষে প্রশিক্ষণার্থীদেরকে ভাতা প্রদান করা হয়।) |
০১ দিন |
কৌশল চাকমা নাট্য প্রশিক্ষক মোবাইল নং- ০১৫৭২০২২১৩৩ |
৩ |
মাতৃভাষায় কম্পিউটার প্রশিক্ষণ |
অনলাইনে অথবা সরাসরি ভর্তি হতে পারবে। |
প্রয়োজনীয় কাগজপত্র: ১. শিক্ষাগত যোগ্যতা সনদ ১ কপি ২.পাসপোর্ট সাইজের ছবি ১ কপি ৩. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি ১ কপি
ফরম প্রাপ্তি স্থান: অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.knsikhagrachari.gov.bd) অথবা সরাসরি অফিসের ০৩ নং রুমে ফরম পাওয়া যাবে। |
সেবার মূল্য: রেজিস্ট্রেশন ও কোর্স ফি ১,১০০/- টাকা।
পরিশোধ পদ্ধতি: অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি অফিসে জমা দিতে পারবে।
|
০১ দিন |
প্রবন চাকমা কম্পিউটার প্রশিক্ষক মোবাইল নং- ০১৫২১৩৮৬৭৬৫ |
৪ |
হলরুম ভাড়া |
অনলাইনে ইনস্টিটিউটের ওয়েবসাইট অথবা সরাসরি হলরুম অগ্রিম বুকিং দিতে পারবে।
২২০ আসন সংখ্যা বিশিষ্ট হলরুম আছে।
|
প্রয়োজনীয় কাগজপত্র: ১. আবেদন পত্র ২. রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি পত্র
ফরম প্রাপ্তি স্থান: অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.knsikhagrachari.gov.bd), অফিসের ০১ নং রুমে ফরম পাওয়া যাবে। |
সেবার মূল্য: ৫,০০০/- টাকা
পরিশোধ পদ্ধতি: অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি অফিসে জমা দিতে পারবে।
|
হলরুম বুকিং অনুযায়ী
|
মানিক সাঁওতাল হিসাব সহকারী মোবাইল নং- ০১৫৫২৭২৯০৬৬ |
৫ |
বই বিক্রি |
অত্র ইনস্টিটিউট হতে প্রকাশিত বই সমূহ অনলাইনে অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে অথবা সরাসরি অফিস হতে বই ক্রয় করতে পারবে।
|
প্রাপ্তি স্থান: অত্র ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.knsikhagrachari.gov.bd), অত্র ইনস্টিটিউটের জাদুঘর ভবনের নিচ তলায় অফিস কক্ষ।
|
সেবার মূল্য: বইয়ের মূল্যের ২০% কমিশনে বিক্রি করা হয়।
পরিশোধ পদ্ধতি: অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি অফিসে জমা দিতে পারবে।
|
০১ দিন |
মানিক সাঁওতাল হিসাব সহকারী মোবাইল নং- ০১৫৫২৭২৯০৬৬
|
প্রাতিষ্ঠানিক সেবা:
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর এবং ইমেইল) |
১ |
খাগড়াছড়ি জেলায় বেসরকারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠাগার সমূহকে বই বিতরণ |
আবেদনের ভিত্তিতে পরিদর্শন করে প্রত্যেক পাঠাগার সমূহকে অত্র ইনস্টিটিউট হতে প্রকাশিত সকল বইগুলোর ১সেট বই বিতরণ করা হয়। |
নিজস্ব পাঠাগারের প্যাডে আবেদন পত্র লাগবে।
প্রাপ্তি স্থান: প্রশাসন শাখা- ০৩ নং কক্ষ।
|
বিনামূল্যে |
০২ কার্য দিবস |
সুরজিত ত্রিপুরা গবেষণা সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল নং- ০১৫৫৬৭৭১৫৩৭ surjittripura@gmail.com |
আভ্যন্তরীণ সেবা:
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর এবং ইমেইল) |
১ |
অর্জিত ছুটি |
(ক) সরকারি আদেশ জারী (নন গেজেটেড কর্মচারীদের জন্য) (খ) অর্জিত ছুটি মঞ্জুরীর জন্য নথি প্রক্রিয়াকরণ (গেজেটেড কর্মকর্তাদের জন্য) |
(ক) সাদা কাগজে আবেদন (খ) প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফরমে প্রধান হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ছুটির হিসাব বিবরণী জমাদান।
প্রাপ্তি স্থান: প্রশাসন শাখা- ০৩ নং কক্ষ।
|
বিনামূল্যে |
(ক) নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ০৭ কর্ম দিবস (খ) গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ০৭ কর্মদিবস
|
সুরজিত ত্রিপুরা গবেষণা সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল নং- ০১৫৫৬৭৭১৫৩৭ surjittripura@gmail.com |
২ |
শ্রান্তি বিনোদন ছুটি |
সরকারি আদেশ জারী
|
(ক) সাদা কাগজে আবেদন (খ) প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফরমে প্রধান হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ছুটির হিসাব বিবরণী জমাদান।
প্রাপ্তি স্থান: প্রশাসন শাখা- ০৩ নং কক্ষ।
|
বিনামূল্যে |
(ক) নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ০৭ কর্ম দিবস (খ) গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ০৭ কর্মদিবস
|
সুরজিত ত্রিপুরা গবেষণা সহকারী কাম কম্পিউটার অপারেটর মোবাইল নং- ০১৫৫৬৭৭১৫৩৭ surjittripura@gmail.com |